ওষুধ খাইয়ে নারীদের অচেতন করে ধর্ষণ করতেন বিল কসবি
ওষুধ দিয়ে নারীদের অচেতন করে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন ৭৭ বছর বয়সী মার্কিন অভিনেতা ও কমেডিয়ান বিল কসবি। ২০০৫ সালে বিল কসবির বিরূদ্ধে এই অভিযোগে দায়ের করা মামলায় আদালতের কাছে এসব কথা স্বীকার করেন তিনি। এর আগে ৩০ জনের বেশি নারী কসবির বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। বরাবরই তিনি এসব অস্বীকার করে এসেছেন।
তবে ওই সময় এই নথি প্রকাশ করা হবে না- এমন শর্তেই এই জবানবন্দী দিয়েছিলেন কসবি। ওই নথিটি ছিল ২০০৫ সালে ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মীর করা মামলার। ওই নথিতে কসবি স্বীকার করেছিলেন ওই নারীকে বেনাড্রিল নামের একটি অ্যালার্জির ওষুধের তিনটি অর্ধেক বড়ি দেন তিনি। বেনাড্রিল নামের এই ওষুধটি সেবন করলে পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে মাথা ঘুরানো এবং ঘুম ঘুম ভাব হয়।
অভিযোগকারী নারীর দুই আইনজীবি ডলোরিস ট্রোইয়ানি এবং বিবি কিভিটজের কাছে কসবি স্বীকার করেছিলেন, এই ধরনের ঘুমের ওষুধের সাতটি প্রেসক্রিপশন তার কাছে থাকতো। ট্রোয়াইনি আরও প্রশ্ন করেন, যখন আপনি ঘুমের ওষুধগুলো পেতেন, তখন কি আপনি মনে মনে ভাবতেন, এই ওষুধ কাজে লাগিয়ে আপনি কম বয়সী নারীদের সঙ্গে সঙ্গম করবেন?
কসবি উত্তরে বলেছিলেন, হ্যাঁ। তিনি একই প্রক্রিয়ায় আরও এক নারীর সঙ্গে সঙ্গমের কথা স্বীকার করেন। তিনি বলেন, তার সঙ্গে আমার লাস ভেগাসে দেখা হয়েছিল। মঞ্চের পেছনে আমাদের দেখা হয়। আমি তাকে ঘুমের ওষুধ দেই। আমরা সঙ্গমে লিপ্ত হই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন