ওসির বাড়ি থেকে অপহৃত গৃহবধূ উদ্ধার
যশোর থেকে অপহরণ হওয়ার তিন দিন পর তৈয়েবা আক্তার তুলি (২৫) নামে এক গৃহবধূকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দুই নম্বর প্রান্তিকা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
বাড়িটি অবসরপূর্ব ছুটিতে থাকা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোল্লা মনিরুজ্জামানের। তার ছেলে বিপ্লব মোল্লা গৃহবধূ অপহরণ মামলার আসামি।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই বিকালে গৃহবধূ তুলি যশোরের বাড়ি থেকে নতুনহাট বাজারে ডাক্তার দেখাতে যান। সেখানে বিপ্লব ও তার সহযোগীরা পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাকে সাদা রঙের একটি প্রাইভেটকারে তুলে খুলনায় নিয়ে আসে।
এ ঘটনায় অপহৃতের স্বামী মোস্তাফিজুর রহমান সবুজ বাদী হয়ে বিপ্লবের নামে যশোর সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর থানা পুলিশের এসআই মাহফুজুর রহমান জানান, রোববার রাত পৌনে ৯টার দিক খুলনা থানা পুলিশের সহযোগিতায় যশোর থানা পুলিশ নগরীর নিরালা এলাকার সাবেক ওসি মনিরুজ্জামান মোল্লার বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকেই অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়। তবে অভিযানকালে অপহরণ মামলার আসামি বিপ্লবকে পাওয়া যায়নি। তুলিকে উদ্ধার করে রাতেই যশোর থানায় নেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন