ওয়াকারের কথা শুনতেন না আফ্রিদিরা!
পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতা নিয়ে কোচ ওয়াকার ইউনিস যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতে তিনি দাবি করছেন, দলের বেশ কয়েকজন খেলোয়াড় তার কথা শুনতেন না! এমনকি এই তালিকায় তিনি অধিনায়ক আফ্রিদিকেও ফেলছেন।
গত কিছুদিন সীমিত ওভার ক্রিকেটে সাফল্য পাচ্ছে না পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু, এরপর এশিয়া কাপেও ফাইনালে উঠতে ব্যর্থ। কফিনে শেষ পেরেক ঠুকল টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই হেরেছে পাকিস্তান। এর পেছনে দলের অন্তর্কোন্দলকেই কারণ দেখিয়েছেন অনেকেই।
পিসিবির এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, ‘ওয়াকার দলের খেলোয়াড়দের নিয়ে ভয়ংকর একটি প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে বলেছেন, দলের অধিকাংশ খেলোয়াড়ই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে বলেছেন, এরা পরিশ্রম করতে চায় না, কোচদের সহযোগিতা করে না, তাঁদের কথায় কর্ণপাত করে না।’
অধিনায়ককে নিয়েও প্রশ্ন করেছেন ওয়াকার, ‘ওয়াকার শহীদ আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অধিনায়ক হিসেবে আফ্রিদির বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল। কোচ হিসেবে তাঁর পুরো সময় (দুই বছর) নিয়েই প্রতিবেদন দিয়েছেন। সেখানেও নির্বাচক কমিটির বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। নির্বাচকেরা তাঁর কথাকে পাত্তা না দিয়ে আফ্রিদির কথায় দল নির্বাচন করত।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন