ওয়ানডেতে সাকিবের ‘প্রথম’ পাঁচ
৪২ টেস্টে ১৪বার পাঁচ উইকেট পেলেও ১৫৬ ওয়ানডেতে একবারও পাঁচ উইকেট পাননি সাকিব আল হাসান! এ সময়ে ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ১৬ রানে চার উইকেট। পাঁচ উইকেট না পেলেও সাকিব চার উইকেট পেয়েছেন ছয়বার। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
অবশেষে শনিবার সেই আপেক্ষার অবসান ঘটান বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিপক্ষ দূর্বল জিম্বাবুয়ে। নিজের পয়মন্ত ভেন্যুতেই রঙিন জার্সিতে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পূর্ণ করেন সাকিব। দশ ওভার শেষে সাকিবের বোলিং ফিগার এরকম ১০-০-৪৫-৫।
প্রথম স্পেলে সাত ও পরের স্পেলে তিন ওভার বোলিং করেন সাকিব। অষ্টম ওভারে প্রথমবারের মত বোলিংয়ে এসে সাত রান খরচ করেন এই বাহাতি। তবে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেন তিনি। শুরুটা করেন চামু চিবাবাকে ফিরিয়ে। ডানহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। এক ওভার পর অর্থ্যাৎ ১৪তম ওভারের প্রথম বলে শন আরভিনকে ফেরাতে দ্বিধা করেননি মাগুরার এই তারকা।
উইকেট পাওয়া অধিনায়ক মাশরাফি তাকে দিয়ে বল করিয়ে যান। ১৮তম ওভারে বিপদজনক শন উইলিয়ামসকে (৮) সরাসরি বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন। প্রথম স্পেলে সাত ওভার বোলিং করে ২৪ রানে তুলে নেন তিন উইকেট।
২৯তম ওভারে মাশরাফি আবারও সাকিবের হাতে বল তুলে দেন। প্রথম ওভারে ষোল রান খরচ করলেও দ্বিতীয় ওভারে ঝালটা মিটিয়েছেন বাহাতি এই স্পিনার। ক্রেমারকে আর্ম বলে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব।
ব্যক্তিগত দশম ওভারে আবারও সাকিবের সামনে পাঁচ উইকেট পাওয়ার হাতছানি। আগের ছয়বারের মত এবারও কি চার উইকেটেই সন্তুষ্ট থাকতে হবে দেশের সেরা এই তারকাকে? প্রশ্নটা ক্রিকেটপ্রেমিদের মনে বারবার উঁকি দিচ্ছিল। সাকিবও অপেক্ষায় রেখেছিলেন। ওভারের পঞ্চম বলে তিনাশে পানিয়াঙ্গারা সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে বল মিস করেন। তবে সাকিবের হাত থেকে ছোড়া বল মাটি কামড়ে সোজা উইকেটেই আঘাত করে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে মিরপুর স্টেডিয়াম। সতীর্থ তামিম এসে প্রথম শুভেচ্ছাটা জানান। এরপর বাকিরা।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উইকেট নেয়া আব্দুর রাজ্জাক সবচেয়ে বেশি পাঁচ উইকেট পেয়েছেন। ২০৭ উইকেট নেওয়া রাজ্জাক পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন