ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিও শেষ মুশফিকের
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। পরে মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। তাই, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও থাকা হচ্ছে না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের।
প্রাথমিক ভাবে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়ে যাবে একদিনের সিরিজের বাকি দুই ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ। তাই, এই ৫ টি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। এদিকে টেস্ট সিরিজে মুশফিক থাকতে পারবেন কিনা তা এখনি বলা যাচ্ছে না। অন্যদিকে মুশফিকের স্ক্যানিং করার কথা রয়েছে বৃহস্পতিবার।
মুশফিককে না পাওয়া নিয়ে বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, “মুশফিক ব্যাট হাতে ও উইকেট কিপিং দিয়ে সবসময় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় আঘাত। তবে এটা খেলার একটি অংশ।”
এদিকে মুশফিকের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে অভিষেক হবে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন