ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি
অনেক আগে ছেড়েছেন টেস্টের অধিনায়কত্ব। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্বে ছিলেন মাহেন্দ্র সিং ধোনি। এবার সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মাহেন্দ্র সিং ধোনি।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ধোনি ভারতের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়ালেন। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
তবে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। জ্যেষ্ঠ নির্বাচক কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল ঝোরি ধোনির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বলেন, ‘ভারত দলের হয়ে ক্রিকেটের সব ফরম্যাটে ধোনি যে অসাধারণ অবদান রেখেছেন তার জন্য বিসিসিআই ও ভারতের প্রত্যেক সমর্থকের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার নেতৃত্বে ভারতের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছেছে। তার অর্জন ও কৃতিত্ব ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে।’
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। আর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
৬ জানুয়ারি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য খেলোয়াড় নির্বাচন করবে নির্বাচক কমিটি। আসন্ন এই দুই সিরিজে নতুন অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিরাট কোহলি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন