ওয়ানডে ক্রিকেটেও নাম লেখালেন
এবার ওয়ানডে ক্রিকেটেও নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মূল একাদশে রাখা হয়েছে এই তরুণ তুর্কীকে।
গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মিরাজের। প্রথম ম্যাচেই বাজিমাত করেন তিনি। দুই ইনিংসেই তুলে নেন ৭ উইকেট।
এরপর থেকে এখন পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন মিরাজ। ব্যাট হাতে ১৮৯ রানের পাশাপাশি শিকার করেছেন ৩৫টি উইকেট।
অভিষেক দুই টেস্টে ১৯ উইকেট নেয়ার বিরল রেকর্ড রয়েছে মিরাজের নামের পাশে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে এই কীর্তি ছুঁয়েছিলেন তিনি।
১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। তাঁকে টপকে বিশ্বসেরার আসনটি দখল করেন মিরাজ।
বয়সের দিক বিবেচনায় আরেক রেকর্ডে ভাগ আছে মিরাজের। ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণান ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৩ দিনে।
১৯৯০ সালে লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকার ইউনিস ১০ টি উইকেট তুলে নেন ১৮ বছর ৩৩৬ দিনে। ১৯ বছর ৫ দিন বয়সী মিরাজের অবস্থান এর পরই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্দনে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন