ওয়ানডে ক্রিকেটে যা ঘটেনি আগে, ঘটে গেল তা আজ মিরপুরে
এর আগে কখনো এমন ঘটনা ওয়ানডে ক্রিকেটে একবারও হয়নি। বুধবার বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল মিরপুর স্টেডিয়াম। বাংলাদেশ ও জিম্বাবুয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ হাজার ৭০৬ নম্বর ওয়ানডে ম্যাচ খেলছে। এর আগে ৩ হাজার ৭০৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৫ ম্যাচে উইকেটরক্ষক সর্বোচ্চ তিনটি স্ট্যাম্পিং করেছেন। জিম্বাবুয়ের উইকেটরক্ষক রেগিস চাকাভা তিনটি স্ট্যাম্পিং করে সেই তালিকায় যুক্ত হন। কিন্তু ইতিহাসের প্রথম উইকেটরক্ষক হিসেবে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে স্ট্যাম্পিং করার অনন্য কৃর্তী গড়েছেন চাকাভা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। বরাবরের মতো ব্যাটিংয়ে এক সঙ্গে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ছিলেন দুইজনই সেঞ্চুরির পথে। কিন্তু তা হলো না। তবে হলো একই রকম বিদায়, আরও হলো সমপরিমাণ রান নিয়ে ড্রেসিং রুমে ফেরা। আউটের ধরনটিও ঠিক একই রকম ছিল এই দু’ বাঁহাতির। এরপর চাকাভার তালিকায় পরে যুক্ত হন মুশফিকুর রহিম। ম্যালকম ওয়ালের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন মুশফিকুর রহিম। ক্রিজের অনেক বাইরে চলে যাওয়ায় মুশফিককে স্ট্যাম্পিং করতে কোনো সমস্যাই হয়নি চাকাভার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন