ওয়ানডে, টি-টোয়েন্টিও শেষ মুশফিকের, ভাগ্য বদলে গেছে সোহানের

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। পরে মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। তাই, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও থাকা হচ্ছে না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের।
প্রাথমিক ভাবে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়ে যাবে একদিনের সিরিজের বাকি দুই ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ। তাই, এই ৫ টি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। এদিকে টেস্ট সিরিজে মুশফিক থাকতে পারবেন কিনা তা এখনি বলা যাচ্ছে না। অন্যদিকে মুশফিকের স্ক্যানিং করার কথা রয়েছে বৃহস্পতিবার।
মুশফিককে না পাওয়া নিয়ে বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, “মুশফিক ব্যাট হাতে ও উইকেট কিপিং দিয়ে সবসময় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় আঘাত। তবে এটা খেলার একটি অংশ।”
এদিকে মুশফিকের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে অভিষেক হবে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। কোচ সোহানের উপর তাঁর আস্থার কথা জানিয়েছেন , “ঘরোয়া ক্রিকেটে রান করার সক্ষমতার প্রমাণ দিয়েছে সোহান। আশা করছি, জাতীয় দলেও সে তার যোগ্যতাকে পারফরম্যান্সে রূপান্তরিত করবে।”
উল্লেখ্য, এই বছরের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো নুরুল হাসান সোহানের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন