ওয়ানডে দলে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স-এনগিদি
ঘরোয়া ক্রিকেটে আগেই ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এবার আন্তর্জাতিক ওয়ানডে দলেও জায়গা করে নিলেন। যথারীতি অধিনায়ক হিসেবেই দলে থাকছেন এই ব্যাটসম্যান।
ডি ভিলিয়ার্সের পাশাপাশি দলে ফিরেছেন ক্রিস মরিস ও লোনগি এনগিদি। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস ও জেপি ডুমিনির মতো তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন তারা।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি পোর্ট এলিজাবেথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টি২০ সিরিজে আপাতত ১-১ এ সমতা বিরাজ করছে। বুধবার কেপটাউনে জয় পাওয়া দলটিই সিরিজ জয়ের মুকুট পাবে।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, ইমরান তাহরি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লোনগি এনগিদি, আন্দেলি ফেলুকাও, ডোয়াইন পিস্টোরিয়াস, ক্যাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন