ওয়ানডে দল থেকে বাদ পড়ে ওয়ানডেরই অধিনায়ক মুমিনুল!

অনেক দিন ধরেই কেবল ‘টেস্ট খেলোয়াড়’ হয়ে আছে মুমিনুল হক। ওয়ানডেতে একদমই সুযোগ পাচ্ছেন না তিনি। তবে এবার ওয়ানডে দলেরই অধিনায়কত্ব দেয়া হলো তাকে! একটু কি গোলমেলে লাগছে ব্যাপারটা?
ঘটনা হলো, বাংলাদেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। সেখানে খেলবে বাংলাদেশও। এই বাংলাদেশ দলের নেতৃত্বই দেয়া হয়েছে মুমিনুল হককে।
ইমার্জিং এশিয়া কাপে এশিয়ার অন্য তি টেস্ট খেলুড়ে দেশও খেলবে। প্রতিটি দলই খেলবে মূলত অনূর্ধ্ব-২৩ স্কোয়াড নিয়ে। তবে মূল জাতীয় দলের বা সিনিয়র চারজনকেও নিতে পারবে।
বাংলাদেশ দলের চার সিনিয়র হলেন মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হোসেন রাজু। এ ছাড়া বয়সের কোটায় থাকায় মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্তও আছেন নেই দলে। এরা সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
ইমার্জিং কাপের দল
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, সাইফুদ্দিন, আবুল হাসান, আবু হায়দার, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন