ওয়ানডে সিরিজে বাংলাদেশের উইকেটকিপার কে?
কে থাকছেন লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের উইকেটকিপার? এর আগে ব্যাটিংয়ে আরো বেশি মনযোগ দিতে মুশফিককে উইকেট কিপিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। টেস্টে তিনি আগে ব্যাট করতেন ৬ নম্বরে। নতুন সিদ্ধান্তে মুশফিক নামছেন চার নম্বরে।
টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কী ওয়ানডে সিরিজেও বহাল থাকবে? ওয়ানডে সিরিজেও কী উইকেটের পেছনে থাকবেন না মুশফিকুর রহিম? নিউজিল্যান্ড সফরে এক টেস্ট ও দুটি ওয়ানডেতে মুশফিকের জায়গায় কিপিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান।
কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মোটামুটি ভালো করেছিলেন সোহান। সেই সোহান আছেন শ্রীলঙ্কা সফরেও। লিটন কুমার দাশ প্রথম টেস্টে কিপিং করলেও ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। জানা গেছে, ওয়ানডে বা টি-২০ সিরিজে তার একাদশে থাকার সম্ভাবনা নেই।
জানা গেছে, ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে মুশফিকের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওয়ানডেতে তার উপর দল পরিচালনার বাড়তি দায়িত্বটা নেই। তাই চাপও নেই। যে কারণে মুশফিকের উপরই কিপিংয়ের দায়িত্ব বর্তানোর ঢের সম্ভাবনা।
লিটনের ইনজুরির কারণে শততম টেস্টে কিপিং করেন মুশফিক। এই ম্যাচে বেশ ভালো কিপিং করে সমালোচনার জবাব দেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ ছাড়ার দৃশ্য দেখা যায়নি এ ম্যাচে। কিপিং করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিপিং এবং অধিনায়কত্ব করেও ভালো ব্যাট করেছেন তিনি।
টিম ম্যানেজমেন্টের একটা অংশ অবশ্য ওয়ানডে সিরিজেও মুশফিককে কিপিংয়ের বাইরে রাখার পক্ষে। মুশফিকের ব্যাটিং অর্ডার আরো উপরে এনে সোহানকে দিয়ে কিপিং করানোর পক্ষে তারা।
তবে শেষ পর্যন্ত সোহান নন, উইকেটের পেছনে থাকছেন মুশফিকই। টেস্টে কিপিং ছাড়লেও ওয়ানডে কিংবা টি-২০ সিরিজে উইকেটের পেছনেই থাকতে চান তিনি। জানা গেছে, অধিনায়ক মাশরাফিও চান, সোহান নয় উইকেট কিপিংয়ের দায়িত্বটা আপাতত চালিয়ে যান মুশফিক।
সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মুশফিকই, ব্যাপারটা একরকম নিশ্চিতই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন