ওয়ান-ডে জয়ে আত্মবিশ্বাসী তামিম
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডে জয়ে দারুন আত্মবিশ্বাসী মারকুটে তামিম। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় টিম বাংলাদেশ কি ম্রিয়মান ? এমন প্রশ্নে তামিম জানান, নিজেদের সেরা ক্রিকেট খেললে যে কোনো দলের বিপক্ষে জেতা সম্ভব, সেই চেষ্টা এবারও করবেন তারা।
তিনি বলেন, “পাকিস্তান, ভারত কোনো দলের বিপক্ষে আমরা জোর গলায় বলিনি, সিরিজ জিতে যাব। বলেছি, আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে করি জিততে পারি। একই জিনিস হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।”
পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ফেভারিট মানতে নারাজ এই ব্যাটসম্যান। বলেন, “ওরাও কিন্তু বলতে পারবে না আমরা সিরিজ জিতে যাব। ওদেরও ভালো খেলতে হবে।” গত বিশ্বকাপ থেকে বাংলাদেশ ওয়ানডেতে যেভাবে খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেই একই রকম ধারাবাহিক পারফরম্যান্স দেখতে চান তামিম।
নিজেদের স্বাভাবিক খেলা নিয়ে বলেন, “আমরা যেভাবে সব ঠিকঠাক রেখে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। সিরিজ জিতব কি না সেটা পরের ব্যাপার।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন