ওয়ার্নারের ব্যাটে মুস্তাফিজদের প্রথম জয়

প্রথম দুই ম্যাচে বাজে হার। তবে আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রবল দাপটে ঘুড়ে দাঁড়ালো মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মারকুটে ব্যাটিং নৈপুন্যে প্রথম জয়ের স্বাদ পেল হায়দরাবাদ। সোমবার রাজীব গান্ধী স্টেডিয়াম বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে পরাজিত করেছে ওয়ার্নার-মুস্তাফিজরা। তিন ম্যাচে হায়দরাবাদের এটি প্রথম জয়। অন্যদিকে চার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এটি তৃতীয় হার।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স করে ৬ উইকেট ১৪২ রান। জবাবে ওয়ার্নারের ব্যাটিং দাপটে ১৫ বল হাতে রেখে তিন উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ।
১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সানরাইজার্সকে বলতে গেলে একাই জিতিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরু থেকে শেষ অবধি তিনি ব্যাটিং করেছেন। ৫৯ বলে খেলেন ৯০ রানের ঝলমলে ইনিংস। যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। শেষের দিকে ৯ বলে অপরাজিত ১৭ রান করে ওয়ার্নারকে যোগ্য সঙ্গ দেন দীপক হুদা। এছাড়া হেনরিকস ২০, মরগান ১১, ধাওয়ান ২ রান করেন। ৯০ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার।
এর আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। রাইডু ৫৪ ও ক্রুনাল পান্ডে অপরাজিত ৪৯ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া আসার মধ্যে। এদিন হায়দরাবাদের হয়ে বল হাতে খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। পেয়েছেন একটি উইকেট।
তবে ভালো বোলিং করেছেন ভারতের মুস্তাফিজ খ্যাত বারিন্দার স্রান। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন তিনটি উইকেট। এক উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে সবার নজর কেড়েছেন ভুবনেশ্বর কুমার। কর্ন শর্মার পরিবর্তে এদিন হায়দরাবাদের হয়ে মাঠে নামা বিপুল শর্মা ব্যর্থ। চার ওভারে দিয়েছেন ৪০ রান, পাননি কোন উইকেটের দেখা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন