ওয়ার্নার-হেডসের রেকর্ড পার্টনারশিপে অস্ট্রেলিয়ার রান উৎসব

আবারও সেঞ্চুরি করলেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নার। শুধু সেঞ্চুরি বললে ভুল হবে, বেচারা একটুর জন্য ওয়ানডের ডাবল সেঞ্চুরি মিস করলেন। সেঞ্চুরি করলেন তার ওপেনিং পার্টনার ট্রেভিস হেডও। দুজনে মিলে ওপেনিংয়ে গড়লেন ২৮৪ রানের রেকর্ড পার্টনারশিপ। তাদের এই পার্টনারশিপ যেকোনো উইকেট জুটিতে পঞ্চম স্থান অধিকার করেছে। মাত্র ২ রানের জন্য ছুঁতে পারেনি জয়সুরিয়া-থারাঙ্গার ২৮৬ রানের রেকর্ড। পাকিস্তানের সামনে এখন ৩৬৯ রানের পর্বতপ্রমাণ বাধা।
অ্যাডিলেড ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে ভালো কিছু চেয়েছিল সিরিজ হেরে বসে থাকা সফরকারী পাকিস্তান। কিন্তু সেটা আর হলো কই? পাক বোলারদের তুলোধুনো করলেন দুই অজি ওপেনার। বোলারদের মধ্যে ৬ এর নিচে রান কেউ দিতে পারেনি। ওয়ার্নার একাই মেরেছেন ১৯টি চার এবং ৫টি ছক্কা। হেড হাঁকিয়েছেন ৯টি চার এবং ৩টি ছক্কা। ৪১.৩ ওভার পর্যন্ত স্থায়ী এই জুটি আদৌ ভাঙবে কিনা তা নিয়ে একসময় সন্দেহ সৃষ্টি হয়েছিল। তবে জুনায়েদ খানের বলে ১২৮ বলে ১৭৯ রান করা ওয়ার্নার বাবর আজমের হাতে ধরা পড়লে লজ্জা থেকে বাঁচে পাকিস্তান।
এরপর আর বড় রান কেউ করতে পারেনি। ৪ রানের ব্যবধানে ফিরে যান অধিনায়ক স্টিভ স্মিথ (৪)। ম্যাক্সওয়েল (১৩), ওয়েডের (৮) বিদায়ের পর ১৩৭ বলে ১২৮ রানে থামেন হেড। তাকে আজহার আলীর ক্যাচে পরিণত করেন হাসান আলী। ২ উইকেট নেওয়া হাসান আলীই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। ৯ ওভার বল করে দিয়েছেন ১০০ রান। এছাড়া জুনায়েদ খান ২ উইকেট, আমির-রিয়াজ ১টি করে উইকেট নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন