ওয়ার্নার-হেনরিকসের ব্যাটে হায়দ্রাবাদের সংগ্রহ ১৭৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে, জিততে হলে পুনেকে করতে হবে ১৭৭ রান।
এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন ময়জেস হেনরিকস। এই রান করতে তিনি বল খেলেন ২৮টি। আর অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ৪৩ রান। পুনের পক্ষে জয়দেব উনাদকাত ১টি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।
এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস: ১৭৬/৩ (২০ ওভার)
(ডেভিড ওয়ার্নার ৪৩, শিখর ধাওয়ান ৩০, কেন উইলিামসন ২১, ময়জেস হেনরিকস ৫৫*, দীপক হুদা ১৯*; জয়দেব উনাদকাত ১/৪১, ওয়াশিংটন সুন্দর ০/১৯, বেন স্টোকস ০/১৯, শারদুল ঠাকুর ০/৫০, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১/২০, ইমরান তাহির ১/২৩)
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন