ওয়াসিম-ওয়াকারের পর সাকিব
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে শততম উইকেটের স্বাদ পেলেন সাকিব আল হাসান।
একক কোনো মাঠে তৃতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন সাকিব। এর আগে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস একক মাঠে ১০০ উইকেট নেওয়ার কৃর্তি গড়েন।
মিরপুরে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে আজ ৪ উইকেট প্রয়োজন ছিল সাকিবের। নিজের দ্বিতীয় ওভারেই সাকিব আফগান শিবিরে আঘাত করেন।
সাকিবের হাওয়ায় ভাসানো বল নওরোজ মঙ্গলের ব্যাটের মাঝে লেগে ওপরে উঠে যায়। এক্সটা কাভারে দাঁড়ানো তাইজুলের ক্যাচটি লুফে নিতে কোনো কষ্ট হয়নি। ওই ওভারের শেষ বলে রহমত শাহ এলবিডব্লিউয়ের শিকার।
১২তম ওভারে মোহাম্মদ শাহজাদের হাতে ছক্কা খাওয়া সাকিব ১৬তম ওভারে প্রতিশোধ নেন। উইকেট থেকে সরে দিয়ে স্লগ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ৩৫ রান করা শাহজাদ। এরপর নিজের শেষ স্পেলে বোলিংয়ে এসে রশীদ খানকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন সাকিব। তাতেই দারুণ কীর্তি!
ওয়ানডেতে একক কোনো মাঠে ১০০ উইকেট
পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ ১২২টি উইকেট নিয়েছেন। ৭৭ ম্যাচে শারজাহতে ১২২ উইকেট নিয়েছেন কিং অব সুলতান। ১৬ ম্যাচ কম খেলে তারই সতীর্থ ওয়াকার ইউনিস একই মাঠে নিয়েছেন ১১৪ উইকেট। মিরপুরে সাকিবের উইকেট এখন ১০০টি। সাকিবের পর এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। মুরালিধরন শারজাহতে ৮২ উইকেট নিতে খেলেছেন মাত্র ৪৫ ম্যাচ। এ তালিকায় শীর্ষ পাঁচ নম্বরে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। শের-ই-বাংলায় ৫৩ ম্যাচে মাশরাফি এখন পর্যন্ত পেয়েছেন ৭৭ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন