ওয়াসিম-মুস্তাফিজের দোভাষী সাকিব!

ক’দিন আগেই ‘দ্যা ফিজ’ নামে পরিচিত পাওয়া পেসার মুস্তাফিজুর রহমানকে এক সময়ের ক্রিকেট বিশ্বে আতঙ্ক ছড়ানো ‘দ্যা কিং অব সুইং’ খ্যাত পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সাথে তুলনা করেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। সম্প্রতি পাকিস্তানের সাবেক এই পেসারের সাথে দেখা করে এসেছেন বাংলাদেশের তরুন বাঁ-হাতি এই পেসার।
আর ওয়াসিম-মুস্তাফিজের এই আলাপচারিতার সময় দোভাষীর কাজ করেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এখন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। সেই সূত্রে সাকিবের সঙ্গে বেশ সখ্যতাও গড়ে উঠেছে তার। মুস্তাফিজকে নিয়ে সাকিবই গিয়েছিলেন ওয়াসিমের কাছে।
কিন্তু বোলিংটা বেশ দাপটের সাথে চালিয়ে নিলেও মুস্তাফিুজর রহমান গোল বাঁধান এই একটা জায়গায় এসে। কথা বলতে গিয়েই তার যত জটিলতা – ইংরেজিটা ঠিক নিজের কাটারের মতই দুর্বোধ্য মনে হয় বাঁ-হাতি এই পেসারের কাছে। বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পারদর্শিতা না থাকায় তাই সাকিবের সাহায্য নিতে হয়েছে মুস্তাফিজকে। ওয়াসিমের সঙ্গে আলাপচারিতার সময় সাকিব পালন করেন দোভাষীর ভূমিকা।
ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ওয়াসিমই জানিয়েছেন সেই সাক্ষাতের কথা। তিনি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছিল মুস্তাফিজ দেখা করতে চায়। আমিও খুব আগ্রহী হয়েছিলাম। সাকিব সে সময় দোভাষীর কাজ করেছিল। আমরা বোলিং নিয়ে বেশ কিছু আলাপ করেছি।’
এছাড়াও বাংলাদেশের তরুন বাঁ-হাতি এই পেসারকে ইন সুইংয়ের কিছু কারুকাজও শেখান ওয়াসিম। মুস্তাফিজকে ইন সুইংয়ের গুরুত্ব জানিয়ে বলেন, ‘মুস্তাফিজুর, ভবিষ্যতে সব দল তোমার কাছ থেকে তিন ধরনের ডেলিভারি প্রত্যাশা করবে। আউটসুইং, স্লোয়ার বা ইয়র্কার। এ কারণে তোমাকে ইনসুইংও শিখতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন