ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হারঃ ধোনির লজ্জার রেকর্ড
সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১৮৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হেরে গেছে ভারত। দলের হারের সঙ্গে ভারতের হয়ে সবচেয়ে ধীরগতির পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে লজ্জার নতুন রেকর্ড গড়েছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করছিল ভারত। আগের দুই ম্যাচ সহজে জেতা ভারতের ব্যাটিং লাইন আপ এদিন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভেঙে পড়ে। তবে আগের ম্যাচে দলকে জেতানো ধোনি এ ম্যাচেও দলকে জেতানোর চেষ্টা করেন। আর এজন্যই নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে ধীর-স্থির ব্যাট করতে থাকেন।
ম্যাচে ১১৪ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন ধোনি। ফিফটি করতে ধোনি খরচ করেন ১০৮ বল। এতদিন সবচেয়ে বেশি বল খেলে ফিফটির কীর্তি ছিল সাবেক অধিনায়ক ও খ্যাতিমান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে একটি ম্যাচে ১০৫ বলে ফিফটি করেছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন