‘ও থাকলেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমকক্ষ’

বহির্বিশ্বে মোস্তাফিজের যে চাহিদা, অর্থাৎ সিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি; সবকিছু মিলিয়েই যদি বলি তাহলে আমি মনে করি ও যদি বেছে বেছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোই শুধু খেলে তাহলে বাংলাদেশকে আরো বেশি সময় সার্ভিস দিতে পারবে। আমি নিশ্চিত যদি ও ১২ বছর খেলতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট এমন জায়গায় যাবে যে আমরা যে কন্ডিশনে যেখানেই খেলি না কেন ভালো করবো। ম্যাচটি সমানভাবে
খেলতে পারবো। মোস্তাফিজ থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা সমকক্ষ হয়ে খেলতে পারবো
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে সীমিত ওভারে বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এসব কথা বলেন।
তবে মোস্তাফিজকেই একমাত্র অস্ত্র মানছেন না মাশরাফি শুধু মুস্তাফিজের প্রভাবকে এগিয়ে রাখছেন। মাশরাফি বলেন, এর কারণ হলো, মুস্তাফিজ থাকা মানেই ওকে দেখে আরো দুইটা ছেলে অনুপ্রাণিত হবে, তারাও উঠে আসবে এবং ভালো খেলবে। সেজন্যই আমি বলবো যে, ও যেন বাংলাদেশকে আরও ১০-১২ বছর সার্ভিস দেয়।
এই সময় তিনি আরও বলেন, আমার চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার মুস্তাফিজ। হয়তো বা একই পর্যায়ে রয়েছেন মিশেল স্টার্ক, তবে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে আমার চোখে মুস্তাফিজ বেশি কার্যকর। ও চাইলে আরো ১৫ বছর খেলতে পারবে বাংলাদেশ দলের হয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন