কওমি মাদরাসা মানুষকে তাকওয়ার পথ দেখায়: আল্লামা মাহমুদুল হাসান –

দাওয়াতুল হক বাংলাদেশর আমীর মুহিউস সুন্নাহ আাল্লামা মাহমুদুল হাসান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ জিনিস হলো দ্বীন। দ্বীন ছাড়া কোন সহজ জিনিস নাই। শনিবার রাত ১০ টায় রাজধানীর জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ঢাকা-এর বার্ষিক ওয়াজ দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। মুসলমানরা তাদের আসল পরিচয় ভুলে দুনিয়ার চাকচিক্যে ডুবে রয়েছে। ঈমানী বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না। মুসলমানদের ঈমান মজবুত করে আখেরাতের জিন্দেগী গঠন করতে হবে। মুসলমানদেরকে যেনোতেন ভাবে জীবন পরিচালনা করলে চলবে না।ঈমানের সাথে মৃত্যু না হলে জীবনের কোন মূল্য নেই। ঈমানের সাথে মৃত্যু হতে চাইলে তাকওয়ার ভিত্তিতে জীবন চালাতে হবে।
তিনি আরও বলেন, ইলমে নববীর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত কওমী মাদরাসাগুলো দুনিয়াব্যাপী মানুষকে তাকওয়ার উপর চলার পথ প্রদর্শন করছে। অনেকেই মাদারিসে কওমীকে গালমন্দ করে, এটা তাদের ঈমানের জন্য চরম ক্ষতিকর। এজন্য ঈমানহারা হয়ে কুফরীর মৃত্যুও হতে পারে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ঢাকা দারুল ঊলুম দেওবন্দের নকশে কদমে পরিচালিত একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান। এর সাথে সম্পৃক্ততা রাখতে অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।
জামিয়াতুস সালাম মাদরাসা মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব এর পরিচালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন মারকাযে শায়খ যাকারিয়া রহ. এর পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, বিশিষ্ট লেখক ও আলেমে দীন মাওলানা যাইনুল আবিদীন ও খ্যাতিমান বক্তা মাওলানা খোরশেদ আলম কাসেমী ও মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী প্রমুখ।
মগদা মান্ডা ইমাম পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন-এর সভাপতিত্বে মাদরাসার অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।এছাড়া বিভিন্ন মাদরাসার শিক্ষক ওমসজিদের ইমামগণও উপস্থিত ছিলেন। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এলাকাবাসীও দেশের শান্তি ও কল্যাণের জন্য ছাত্র শিক্ষকসহ সকলের জন্য বিশেষ দুআ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন