কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের ঢাকায় প্রথম বৈঠক শনিবার
            
			আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল তওমিয়্যাহ’র (কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের) ঢাকা কার্যালয়ে প্রথম বৈঠক বসছে আগামী ২৯ এপ্রিল শনিবার। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর ৯২ আরামবাগে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি মাওলানা আশরাফ আলী।
কমিটি সূত্রে জানা যায়, একই প্রশ্নপত্রে আগামী ১৫ মে থেকে দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার কেন্দ্র এবং দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির বিষয়টিকে আইনে পরিণত করার বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে আল্লামা শফীর উপস্থিত থাকার সম্ভাবনা কম। এক্ষেত্রে কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সভাপতিত্ব করবেন।
কমিটির সদস্য মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের সদস্য মোট ৩২ জন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সদস্য ২২ জন ও অন্যান্য পাঁচ বোর্ডের দুজন করে ১০ জন সভায় অংশ নেবেন। ’
মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের নতুন কার্যালয় ৯২ আরামবাগ। মতিঝিলের সিটি সেন্টারের পেছনে ১৪ তলা ভবনটিতেই চলবে কমিটির কার্যক্রম।’
এর আগে গত সপ্তাহে কমিটির প্রথম বৈঠক হয় চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। ওই বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মাওলানা শফী সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
	৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
	নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













