কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের ঢাকায় প্রথম বৈঠক শনিবার

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল তওমিয়্যাহ’র (কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের) ঢাকা কার্যালয়ে প্রথম বৈঠক বসছে আগামী ২৯ এপ্রিল শনিবার। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর ৯২ আরামবাগে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি মাওলানা আশরাফ আলী।
কমিটি সূত্রে জানা যায়, একই প্রশ্নপত্রে আগামী ১৫ মে থেকে দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার কেন্দ্র এবং দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির বিষয়টিকে আইনে পরিণত করার বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে আল্লামা শফীর উপস্থিত থাকার সম্ভাবনা কম। এক্ষেত্রে কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সভাপতিত্ব করবেন।
কমিটির সদস্য মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের সদস্য মোট ৩২ জন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সদস্য ২২ জন ও অন্যান্য পাঁচ বোর্ডের দুজন করে ১০ জন সভায় অংশ নেবেন। ’
মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের নতুন কার্যালয় ৯২ আরামবাগ। মতিঝিলের সিটি সেন্টারের পেছনে ১৪ তলা ভবনটিতেই চলবে কমিটির কার্যক্রম।’
এর আগে গত সপ্তাহে কমিটির প্রথম বৈঠক হয় চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। ওই বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মাওলানা শফী সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন