কক্সবাজারে কুপিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী, আটক এক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোকেয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূ বাহারছড়া ইউনিয়নের মধ্যম রাজর ছড়া গ্রামের বদিউল আলমের মেয়ে। এই ঘটনায় ঘাতক স্বামী মো. রুবেলকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের মধ্যম রাজর ছড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মো. রুবেল ও স্ত্রী রোকেয়া আক্তারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী বাড়িতে থাকা দা নিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু হত্যা করে। এসময় স্থানীয় লোকজন এসে ঘাতক স্বামীকে গণধোলাই দিয়ে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক কাঞ্চন কান্তি দাস এর নেত্রিত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে এলাকার লোকজন ঘাতক স্বামীকে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ মরদেহটি উদ্বার করে লাশের সুরতহাল তৈরি করে। লাশসহ ঘাতক স্বামীকে থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তি দিনাজপুর এলাকার বাসিন্দা এবং তিনি বর্তমানে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার দায়ে একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন