কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সালাউদ্দিন নয়ন (১৮) নামে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন নয়ন শহরের ৯নং ওয়ার্ডের ঘোনার পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার আরেক বন্ধু তৌহিদুল ইসলাম (১৭) আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গোলদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নয়ন উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শহরের ফিশারীঘাটে মাছ ব্যবসায় জড়িত ছিলেন। সোমবার রাতে নয়ন ও তার বন্ধু তৌহিদ বাসার দিকে রওনা হয়। গোলদিঘীর পাড়ে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।
একপর্যায়ে দুই বন্ধুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারী) ও জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আনিসুর হোসেন জানান, সোমবার রাতে দু’জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মারা যান। নয়নের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতটি গভীরে হওয়ায় রক্তক্ষরণ হয়েছে বেশি। তাই তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন