কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগের বিবাদমান দুপক্ষের সংঘর্ষে পালংখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু (১৬) নিহত হয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাবু ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পালংখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু নিহত হয়।
পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, সম্প্রতি পালংখালী উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের নবগঠিত কমিটিতে নিহত মজিবুর রহমান জাবু সভাপতি নির্বাচিত হয়। কমিটি ঘোষণার পর থেকে একটি পক্ষ পদ না পেয়ে বেপরোয়া হয়ে উঠে। তারই জের ধরে প্রতিপক্ষ ছাত্রলীগ নামধারী মাসুদুর রহমান শাকিল ও রিজভী তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে।
ছাত্রলীগ সভাপতি সাইফুল দাবি করেন, রিজভী একজন চিহ্নিত সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য।
ঘটনার পর থেকে ফারিরবিল বটতলী এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানাচ্ছি।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন