কক্সবাজারে পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু : আটক ২
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সৈকতের মাদ্রাসা পয়েন্ট থেকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করা তরুণী তানিয়া আকতার মুন (২০) নামের এক পর্যটক তরুনির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, তানিয়া আকতার মুনের ডায়বেটিকস একদম নিম্ন পর্যায়ে নেমে এসেছিল।তাই তার শারীরিক অবস্থা একদম নিম্ন পর্যায়ে নেমে আসে।
যা চিকিৎসা দিয়ে আর ফিরিয়ে আনা যায়নি।শেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মুনের বাবা সুলতান আহমদের বরাত দিয়ে অপারেশন অফিসার আবদুর রহিম জানান,মুন একজন ডায়বেটিকস রোগী এবং মাদকাসক্ত ছিলেন।
তিনি বিবাহিত।ভালোবেসে এক ছেলেকে বিয়ে করে বনিবনা না হওয়ায় তাকে ডিভোর্স দেন মুন।এরপর আবার বিয়ে ঠিক করেন পরিবার।
কিন্তু এই বিয়েতে রাজি না হওয়ায় সে এক সপ্তাহ আগে কক্সবাজারে পালিয়ে আসেন।কক্সবাজারে এসে কয়েকটি হোটেল বদলের পর সর্বশেষ স্বপ্নবিলাস হলিডে সুইটস এ উঠেন।
স্বপ্নবিলাস হলিডে সুইটস এর ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান জানান,১৪ অক্টোবর রাত ৮টার দিকে হোটেলে একাই উঠেন মুন।কিন্তু ১৫ অক্টোবর সকাল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
এর মধ্যে ওষুধ কিনেরও খাওয়ানো হয়েছে তাকে।শেষে ১৬ অক্টোবর সকালে গুরুতর অবস্থায় বাড়ি ফিরতে আগ্রহী হলে সকালে হোটেল ম্যানেজার ও একজন বয় মিলে তাকে চট্টগ্রামের গাড়িতে তুলে দেয়ার চেষ্টা করে।
গাড়িতে তুলে দিতে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সায় জ্ঞান হারায় মুন।এতে সন্দেহ করে তাদের ধাওয়া করে লোকজন। ধাওয়া খেয়ে তারা সমুদ্র সৈকতের ইসলামিয়া মহিলা মাদ্রাসা পয়েন্টে অবস্থান করে।
এর মধ্যে সকালে ব্যায়াম করতে বের হওয়া কয়েকজন লোকও সন্দেহ করে ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়।ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, লোকজনের কাছ থেকে খবর পেয়ে অচেতন মুনকে উদ্ধার করা হয়।
উদ্ধার করে তাকে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।এসময় দুইজন আটক করা হয়েছে।আটকরা হলেন, স্বপ্ন বিলাস ম্যানেজার ও চট্টগ্রামের খুলসী থানার সিলভেষ্টার হায়ারের ছেলে খ্রিষ্ঠফার হালদার (৩০), একই হোটেলের বয় কক্সবাজার সদর খুরুশকুল এলাকার আব্দুল গফুরের ছেলে মো. সিদ্দিক (২৩)।
তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন বলেন,মুনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে।ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন