বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কক্সবাজারে বাধা পেয়ে রোহিঙ্গারা ঢুকে পড়ছে চট্টগ্রামে

পুলিশের কড়া পাহারা গলে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হওয়া নারী-পুরুষরা ঢুকে পড়ছে চট্টগ্রাম মহানগরে। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের কয়েকটি স্থানে দলবদ্ধ রোহিঙ্গা নারী-পুরুষদের দেখেছেন স্থানীয় লোকজন। যাদের খাবার ও টাকা পয়সা দিয়ে সাহায্যও করেছেন তারা।

৮০ এর দশক থেকেই মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের দুটি ক্যাম্পও আছে। এসব ক্যাম্পে ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা থাকলেও অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে বহু মানুষের প্রাণহানি, নির্যাতন, বাড়িঘরে আগুন দেয়ার পর আবার বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের ¯্রােত বাড়ছে। তারা প্রধানত কক্সবাজারের দিকে যাওয়ার চেষ্টা করে। তবে সেখানে বিজিবির কড়া পাহারা থাকায় ফিরে যেতে হচ্ছে অনেকেই। এ কারণে ঘুরপথে রোহিঙ্গারা এখন চট্টগ্রামের দিকে চলে আসছে।

খাবারের অভাবে শরীরের চামড়া ফুড়ে উঠা হাড্ডিসার নারী-পুরুষ ও শিশুর মুখে খাবার তুলে দেওয়ার সময় তোলা সেলফি অনেকে গোঁজে দিয়েছেন ফেসবুকে। যা নিয়ে সরব ফেসবুকের বাসিন্দারা। চট্টগ্রামের লোকজনের এমন ভালবাসা পেলেও রোহিঙ্গা নারী-পুরুষ যাতে নগরীতে ঢুকতে না পারে সেজন্য গত নভেম্বরের শেষ দিকে সতর্কতা জারি করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির কমিশনার ইকবাল বাহার এ প্রসঙ্গে বলেন, ‘কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির কড়া পাহারা থাকায় এবং রাখাইন রাজ্য থেকে আসা শত শত রোহিঙ্গাবাহী নৌকা ফেরত দেওয়ায় সীমান্তের জঙ্গলপুর্ণ এলাকা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এতে তাদের সহযোগিতা করছে সীমান্ত সংলগ্ন কিছু বাংলাদেশি দালাল।’

রোহিঙ্গাদের চট্টগ্রামে প্রবেশের খবর নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামের প্রবেশ দ্বার শাহ আমানত সেতু ও চট্টগ্রামের চান্দগাঁও এলাকার কালুরঘাট সেতু এলাকায় পুলিশের কড়া পাহারা বসানো হয়। এমনকি নগরীর সিটি গেট এলাকায়ও এ ব্যাপারে বাড়তি সতর্কতা জারি করা হয়। এ জন্য স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, ‘তা সত্ত্বেও চট্টগ্রামে রোহিঙ্গা নাগরিক প্রবেশের খবর আমরা পেয়েছি। যারা চট্টগ্রামে কীভাবে প্রবেশ করল এ ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে নগর গোয়েন্দা পুলিশ। হয়তো অল্প সময়ের মধ্যে এ বিষয়টি আপনাদের জানাতে পারব।’

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রামে ইতেমধ্যে ১৫-২০ জন রোহিঙ্গা সদস্যের একাধিক দল প্রবেশ করেছে। যারা সড়ক ও সাগরপথে চট্টগ্রামে প্রবেশ করেছে। তাদের প্রবেশের পেছনে স্থানীয় দালালচক্রের যোগসাজশ রয়েছে। যারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের চট্টগ্রামে প্রবেশে সহযোগিতা করেছে। এভাবে সংঘবন্ধ একাধিক রোহিঙ্গা সদস্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তারা এখন গা ঢাকা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত রোববার বিকেলে ২২ জনের একটি রোহিঙ্গা মুসলিম দল আশ্রয়ের খোঁজে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকায় এসে উঠে। এদের মধ্যে ১১ জন নারী, আটজন শিশু এবং তিনজন পুরুষ। তারা বন্দরনগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ গেইটে অবস্থান নেয়। তাদের দেখতে স্থানীয় লোকজন ভিড় জমায়।

তাদের হাড্ডিসারশূণ্য শরীর দেখে অনেকে খাবার কিনে দেন। আন্দরকিল্লা জামে মসজিদে নামাজ পড়তে আসা বই ব্যবসায়ী হারুন জানান, ‘এখানে আসা রোহিঙ্গারা গত দুই-তিন সপ্তাহ ধরে না খেয়েছিল। তাই তাদের কলা, পাউরুটি, বিস্কিট কিনে দিয়েছি। অনেকে হোটেল থেকে ভাত কিনে খাওয়ার জন্য টাকা পয়সাও দিয়েছে।’

এই ব্যবসায়ী জানান রোহিঙ্গারা তাকে বলেছেন, নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন সীমান্ত থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এ দেশে এসেছে দালালদের মাধ্যমে। প্রত্যেকে ২০ হাজার টাকা করে দালালদের দিয়েছে। এ দেশে আসার পর কক্সবাজারের উপকূলের কুতুবপালংয়ে তারা কয়েকদিন ছিল। সংঘবদ্ধ একটি চক্রের সহায়তায় তারা চট্টগ্রাম পর্যন্ত এসেছে।

সেই চক্রটি টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি বাসে তুলে দেয় রোহিঙ্গাদের। তাদের কাছ থেকে জনপ্রতি ২৮০ টাকা করে ভাড়া নেয়। বাসটি তাদের নগরীর সিনেমা প্যালেস এলাকায় নামিয়ে দেয়। পরে তারা আন্দরকিল্লা জামে মসজিদ গেইটের সামনে অবস্থান নেয়।

রোহিঙ্গা নারী মোছাম্মৎ নাছিমা খাতুন আমাদের জানান, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে তারা সাগর পাড়ি দিয়ে এ দেশে আসেন। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে তাদের আত্মীয়-স্বজন রয়েছে। সেখানে কয়েকদিন থাকার পর দালালের পরামর্শে তাঁরা চট্টগ্রামের পথে যাত্রা করেন।

ওই নারী এ সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি জানান, সেখানে রোহিঙ্গা পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারীদের নির্যাতন করা হচ্ছে। তাঁরা নির্যাতনের মুখে নৌকা দিয়ে হাতিমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন।

আনোয়ারা বেগম নামের আরেক নারী জানান, তাঁর স্বামীকে কেটে ফেলা হয়েছে। ছেলেকে আগুনে ফেলে দেয়া হয়েছে। মা-বাবা আর শ্বশুর-শাশুড়িকেও মেরে ফেলা হয়েছে। পরে এক ভাইয়ের সহায়তায় তিনি রাখাইন থেকে চলে আসেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘রোহিঙ্গারা অবৈধভাবে এ দেশে আসছে। খবর পেয়ে পুলিশ আন্দরকিল্লা এলাকায় পৌছানোর আগেই তারা গা ঢাকা দিয়েছে। খোঁজে পেলে তাদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা