শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কক্সবাজারে সৈকত যেন জনসমুদ্র

দুই দিনের সাপ্তাহিক ছুটির পর মাঝখানে একদিন বাদ দিয়েই আবার বিজয় দিবসের সরকারি ছুটি। মাঝখানের ওই একদিন যারা অফিস থেকে ছুটি নিয়েছেন তারা একসঙ্গে পেয়ে গেছেন চার দিনের লম্বা ছুটি। আর এই ছুটিতে অনেকেই ছুটেছেন সমুদ্রের নগরী কক্সবাজারে। সঙ্গে বিজয় দিবসের দিন আশেপাশের জেলা থেকে আসা পর্যটকরা তো রয়েছেনই। তাতে বিজয় দিবসের দিন কক্সবাজারের সমুদ্রসৈকত যেন হয়ে উঠেছে আরেক জনসমুদ্র। পুরো সৈকতজুড়ে কেবল পর্যটক আর পর্যটক। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই!

সংশ্লিষ্টরা বলছেন, সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন ২ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত।

বেড়াতে আসা এসব পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্রসৈকত, সেন্টমার্টিন, ইনানী পাথুরে বিচ ও মহেশখালীর আদিনাথ মন্দিরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো।

কক্সবাজার হোটেল–মোটেল গেস্টহাউজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত হোটেল–মোটেল ও কটেজের ৯০% কক্ষ বুকিং ছিল। ১৫ ও ১৬ ডিসেম্বর শতভাগ বুকিং। আর এর ফলে যারা অগ্রিম বুকিং না দিয়ে গেছেন তারা বেশ বিপাকেই পড়েছেন।

কক্সবাজার কলাতলী–মেরিন ড্রাইভ হোটেল–রিসোর্ট মালিক সমিতির সভাপতি মুকিম খান বলেন, “পর্যটন মৌসুম বহু আগে শুরু হলেও সেন্টমার্টিনে ভ্রমণে বিধিনিষেধ থাকায় এতদিন পর্যটন ব্যবসা জমেনি। ডিসেম্বরের শুরুতে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হলে চাঙ্গা হয়ে উঠে পর্যটন শিল্প। এর ফলে বেড়েছে পর্যটক। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ইতোমধ্যে বুকিং হয়ে গেছে।”

কক্সবাজার হোটেল–মোটেল গেস্টহাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, “চাহিদা বেশি থাকলেও সেন্টমার্টিনে দৈনিক মাত্র দুই হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে আগ্রহ থাকলেও অনেক পর্যটক এ বছর কক্সবাজারে আসছে না। তবে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ থাকায় সেই শূন্যতা অনেকটা পূরণ হয়েছে। ভারত যেতে না পেরে অনেকে কক্সবাজারে বেড়াতে আসছেন।”

এদিকে বর্তমানে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা ও থানা পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা বলয় রাখা হয়েছে।

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ফারিয়া রশীদ বলেন, “আমরা বন্ধুরা মিলে কক্সবাজারে ভ্রমণে এসেছি। রুম বুকিং না দিয়ে এখানে এসে বিপদে পড়েছি। কোনো রুম পাচ্ছি না। কটেজে কিছু রুম খালি আছে এগুলো মানসম্মত নয় এবং দামও বেশি।”

ঢাকা থেকে আসা পর্যটক পারভেজ চৌধুরী বলেন, “সন্তানদের পরীক্ষা শেষ। তাই তাদের সময় দিতে পুরো পরিবার আসছি। সমুদ্র পাড়ে এসে এক সঙ্গে এত মানুষ দেখে ভালো লাগছে।”

সরেজমিনে দেখা গেছে, সৈকতের কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও লাবনী পয়েন্টে পর্যটকে ভরা। অন্য পয়েন্টগুলোতে চোখে পড়ার মত ভিড় ছিল। আগত পর্যটরা বালিয়াড়িতে দাঁড়িয়ে ঘোড়ায় চড়ে, ওয়াটার বাইক ও বিচ বাইকে চড়ে সমুদ্র দর্শনে মেতেছেন। কিছু পর্যটক নোনা জলে স্নান করতে নেমে আনন্দ উপভোগ করছেন।

কক্সবাজার পর্যটক সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, লা“খো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার। আগত পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত। কোনো পর্যটক হয়রানি হলে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, “আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের টহল আরও দুইগুণ বাড়ানো হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশও কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. রহমত উল্লাহ। তিনি বলেন, “পুলিশ ও র‌্যাবসহ সব আইন–শৃঙ্খলাবাহিনী সমন্বিতভাবে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। সেইসঙ্গে সাদা পোশাকে রাতদিন গোয়েন্দা নজরদারিও রাখা হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ