‘কখনই ভাবিনি যুদ্ধাপরাধীরা মাথা তুলে দাঁড়াবে’
এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, “আমরা কখনই ভাবিনি, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য আমাদের এভাবে এখানে এসে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধীরা মাথা তুলে দাঁড়াবে, মানবতাবিরোধীদের বিচারে বাধা হবে।”
আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে “বাংলাদেশ রুখে দাঁড়াও” শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের বিচারে দেশীয় ও আন্তর্জাতিক বাধার জাল দেখা দিয়েছে। এই জাল ছিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে।
মানুষকে সচেতন করে, ঐক্য ও সক্রিয়তা ধরে রাখতে পারলে যুদ্ধাপরাধী শক্তিদের প্রতিহত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজয় রায় বলেন, “আমরা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছি। কিন্তু আমাদের নিষ্ক্রিয়তার সীমা এতটাই ছাড়িয়ে গেছে। এই রাজ ভাস্কর্য-এর পিছনে ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হলেও কেউ তাকে রক্ষা করতে আসেনি।”
তিনি আরো বলেন, এখানেই আমাদের দু:খ, এখানে বেদনা। উনসত্তরের গণঅভ্যুত্থান-একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও আমরা আন্দোলন-সংগ্রাম করে এসব অশুভ ও জঙ্গিবাদী গোষ্ঠীকে রুখে দিয়ে ছিলাম।
সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













