নানাভাবে প্রতারণা
কখনও রাষ্ট্রপতির ছেলে, কখনও মন্ত্রীর পিএস!
মশিউর রহমান মুন্না (৩৫)। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে। পড়াশোনার দৌড় মাত্র এসএসসি পর্যন্ত। তবে ১৫ বছর ধরে তিনি নানাভাবে প্রতারণা করে আসছিলেন। কখনও পরিচয় দেন রাষ্ট্রপতির ছেলে হিসেবে, কখনও মন্ত্রীদের পিএস। কারও কাছে পরিচয় দেন আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যবসায়ীক অংশীদার হিসেবে। পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ম্যাজেস্ট্রেটদের সঙ্গেও প্রতারণা করে আসছিলেন মশিউর। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শেখ হাফিজুর রহমানের কাছেও রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করেন মশিউর। বিষয়টি জানার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি সমকালকে জানান, গাড়িসংক্রান্ত একটি মামলার তদবির নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে ফোন করে তদবির করেন প্রতারক মশিউর। এর আগে রাজধানীর একাধিক থানার ওসিকে ফোন করে মন্ত্রীদের পিএস পরিচয়ে তদবির করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারণা করেই কোটি টাকার মালিক হয়েছেন মশিউর। তার দুটি দামি গাড়িও রয়েছে।
পুলিশ জানায়, এর আগে বুধবার মশিউরের দুই সহযোগী আমজাদ হোসেন মিয়া ও শহীদুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ। এই প্রতারক চক্রের আরও ৪-৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন