কঙ্গনার প্রেমের কবিতা-চিঠি-ছবি ফাঁস করেছেন হৃতিক!

হৃতিক রোশনের বিরুদ্ধে এবার সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করলেন কঙ্গনা রানাউতের আইনজীবী। মুম্বাই পুলিশের কমিশনার দত্তাত্রেয় পদসালগীরকরকে চিঠি লিখে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির অভিযোগ, হৃতিক তার মক্কেলকে ‘ব্ল্যাকমেল’ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হৃতিকের বিরুদ্ধে যে অভিযোগ কঙ্গনা এনেছেন, তা আক্ষরিক অর্থেই মারাত্মক। মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে দায়ের করা অভিযোগে কঙ্গনা বলেছেন, হৃতিক তাঁর ব্যক্তিগত ছবি এবং ই-মেল বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন নানা দিকে।
কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকির দাবি, তার মক্কেলের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন হৃতিক, অপমান করেছেন তাকে। শুধু তা-ই নয়, কঙ্গনাকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এ নিয়ে কঙ্গনা একটি এফআইআর-ও দায়ের করতে পারেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে কঙ্গনাও লিখেছেন, ‘হুমকি দিলে অথবা আমার লেখা প্রেমের কবিতা, চিঠি, ছবি ইত্যাদি প্রকাশ করলেই যে আমি ক্ষমা চাইব, এমন নয়। আমি কোনওকিছুর জন্যই লজ্জিত নই। আমার অতীত, আমার সম্পর্ক, আমার শরীর এবং সর্বোপরি আমার আকাঙ্ক্ষা নিয়ে তো নয়ই’।
সিদ্দিকিও তার অভিযোগে জানিয়েছেন, ব্যক্তিগত জিনিসপত্র বাইরের লোকের কাছে প্রকাশ করে তার মক্কেলের ‘শ্লীলতাহানি এবং চরিত্রে কালিমালেপন’ করছেন হৃতিক। ওই আইনজীবীর আরও দাবি, এই বিষয়ে হৃতিকের উদ্দেশ্য ‘অপরাধমূলক’। কঙ্গনার ভাবমূর্তি নষ্ট করতে তিনি পরিকল্পিতভাবেই তার মক্কেলের ব্যক্তিগত কথা ফাঁস করছেন। পুলিশের উচিত অবিলম্বে হৃতিককে গ্রেপ্তার করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন