কঙ্গনার সঙ্গে সম্পর্ক? হৃতিকের টুইটারে বাড়ল জল্পনা
তাঁর সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ঠিক কেমন, তা নিয়ে বিবিধ জল্পনা বলিউডে। শোনা গিয়েছিল, দু’জনকে নাকি ডেটে পর্যন্ত যেতে দেখা গিয়েছে। তবে জল্পনায় কি ইন্ধন জোগালেন হৃতিক স্বয়ং?
রীতিমতো চটেছেন হৃতিক রোশন। সদ্যই বিবাহবিচ্ছেদের ধাক্কা সামলেছেন। তার মধ্য়েই তাঁকে এবং কঙ্গনা রানাউতকে ঘিরে মুচমুচে খবরে সরগরম হয় বলিউড। শোনা যায়, দু’জনে চুটিয়ে ডেটিং করছেন।
জল্পনায় এখানেই দাঁড়ি পড়েনি। জল গড়ায় হৃতিক-কঙ্গনা তুমুল ঝগড়া এবং বিচ্ছেদ পর্যন্ত। এমনকী ‘আশিকি ৩’ থেকে কঙ্গনাকে হৃতিক ছেঁটে ফেলেছেন, সে কথাও বেশ ভালভাবেই ছড়িয়েছিল সর্বত্র।
এর মধ্যে জল্পনা বাড়ে সংবাদমাধ্যমে প্রকাশিত দু’জনের দু’টি মন্তব্যে। শোনা যায় কঙ্গনা নাকি বলেছেন, ‘‘আশিকি থ্রি নিয়ে অনেক কথাই হাওয়ায় ভাসছে। সকলেই জানেন এই সব কথার উৎস কোথায়। জানি না কেন প্রাক্তন প্রেমিকরা এই সব বোকা বোকা কাজ করে। আমার কাছে চ্যাপ্টার ওভার। আমি কবর খুঁড়ি না।’’
হৃতিককে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘‘ও মাই গড! কেন আমি এই প্রশ্নের উত্তর দেব?’’
এত কিছুর পরে এবারে ফের সরব হৃতিক। টুইটারে বলেছেন, ‘‘মিডিয়ায় যে সব মহিলার (আমি নিশ্চিত তাঁরা সকলেই সুন্দরী) নাম শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে অ্যাফেয়ারের থেকে আমার পোপ-এর সঙ্গে অ্যাফেয়ারের সম্ভাবনা বেশি। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস।’’
এই মন্তব্যের পরেই ফের গুঞ্জন, তাহলে কি কঙ্গনা-হৃতিক সম্পর্ক এতটাই বিষিয়ে গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত ঘুরিয়ে কঙ্গনাকে বিঁধলেন হৃতিক?
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













