কঙ্গনা প্রচণ্ড স্পষ্টবাদী, সেটা আমার ভাল লাগে: কৃতি শ্যানন
কঙ্গনা রানাওয়াত যেভাবে মুখের ওপর মনের কথা বলে দেন, তা ভাল লাগে তাঁর। জানালেন কৃতি শ্যানন।
নয়ডায় নিজস্ব পোশাকের লেবেল মিস টেকেন উদ্বোধনে এসে তিনি এ কথা জানান।
নিজস্ব কালেকশন থেকে কাকে সাজাতে চাইবেন জানতে চাইলে কৃতি বলেন, তাঁর চেনা প্রত্যেককে সাজাতে চাইবেন তিনি। তবে শুরু করবেন সম্ভবত কঙ্গনাকে দিয়ে। কঙ্গনা প্রচণ্ড স্পষ্টবাদী আর সেটা তাঁর ভাল লাগে।
কঙ্গনার প্রশংসা করে কৃতি শ্যানন বলেন, তিনি কখনও প্রচলিত নিয়ম মেনে চলেননি, নিজের মনের কথা শুনেছেন।
কৃতি আরো বলেন, তাঁর যা মনে হয় সেটাই তিনি বলেন। তিনি অন্যরকম আর সে জন্যই সম্ভবত কখনও কখনও তাঁকে ভুল বোঝা হয়।
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘রাবতা’ ছবিতে দেখা যাবে কৃতিকে। এ ছাড়াও তিনি রয়েছেন ‘বেরিলি কি বরফি’ ছবিতে।
সূত্র: এপিবি
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













