কঠিন টুর্নামেন্ট খেলার আগে পরিবারের সঙ্গে সাকিব

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের মূল কাজ শুরু হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১ জুন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ডের মতো আরও শক্তিশালী দলের সামনে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে। ইতোমধ্যেই সিরিজের ফলাফল সম্পন্ন। তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার বুধবারের শেষ ম্যাচ অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র।
এছাড়া এই গ্রুপে অন্য দলগুলোও বিশ্ব ক্রিকেটে পরাশক্তি। তাই কঠিন টুর্নামেন্ট খেলার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিলেন টাইগার ক্রিকেটাররা। ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রী শিশির ও মেয়ে আলাইনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আয়ারল্যান্ডে।
গতকাল সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পাতায় এই ঘোরাঘুরির খবর জানিয়ে দেন। সাকিব, শিশির ও আলাইনা তিনজনকে খুব খুশি দেখাচ্ছিল ছবিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন