কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটি দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশ পাকিস্তানের কাছে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছিল দ্বিতীয় পর্বের মিশনটা।
নিজেদের প্রথম ম্যাচে হারায় দুই দলের কাছেই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও বটে। এই ম্যাচে যে দল হেরে যাবে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
এদিকে অস্ট্রেলিয়া ম্যাচ সামনে রেখে এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে টাইগাররা। বোলিং অ্যাকশন সন্দেহ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দলের সেরা দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আইসিসি।
যার ফলে হতাশ পুরো টাইগাররা। তাই সবকিছু মিলিয়ে ‘কষ্ট-আবেগ-প্রতিশোধ-চিন্তা’- এসব নিয়েই এই ম্যাচে খেলতে নামবে টিম বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। কঠিন ম্যাচে কঠিন এক জবাব মাঠেই দিতে চায় বাংলাদেশ। চিন্তা, কষ্ট, আবেগ ও প্রতিশোধ চারটি বাক্য এখন বাংলাদেশ দলের সঙ্গী।
তাসকিন-সানিকে হারানোর কষ্টটা ব্যথিত করছে টাইগার শিবিরকে। তাতে আবেগী হয়ে দু’চোখ বেয়ে পানি ঝরছে বাংলাদেশ দলের দলপতির। সেই চোখের প্রতিটি ফোটাতে রয়েছে প্রতিশোধের নেশা। এর মাঝেও ম্যাচ নিয়ে পরিকল্পনা ও একাদশ সাজানোর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাশরাফির মস্তিস্ক জুড়ে।
কঠিন এ বাস্তবতা মেনে নিয়ে ম্যাচ জয়ের লক্ষ্য থেকে এক চুলও নড়েনি টাইগাররা। তাইতো টাইগার অধিনায়ক মাশরাফির স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা অবশ্যই মাঠে নামবো জয়ের জন্য। সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন। আমাদের প্রথম কাজই হবে জয়ের জন্য মাঠে নামা। আমি সবার দিকেই তাকিয়ে আছি। দলের সবার ছোট ছোট কন্ট্রিবিউশনে বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচে জেতা যায়। আমি প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছি।’
আজকের এই ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন হতে পারে। তাসকিন-আরাফাত না থাকায় অধিনায়ক জানিয়েছেন, ২০% ফিট থাকলেও মুস্তাফিজকে খেলানো হবে। সেই সাথে দলে ফিরতে পারেন পেসার আবু হায়দার রনি ও অলরাউন্ডা নাসির হোসেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন এই ম্যাচ। স্মিথ চান এই ম্যাচে আগের ভুলগুলো ঠিক করে নিতে। তিনি বলেন, ‘আমাদের তাড়াতাড়ি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমি দল নিয়ে সন্তুষ্ট ও আশাবাদী, তারা ভালো কিছু করতে পারবে।’
স্মিথের মতে, আগের ম্যাচের ভুলগুলো করা যাবে না। সাত থেকে ১৫ ওভাবের মধ্যেই খেলার ধরণ পাল্টে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে এক বা দুটি পরিবর্তন আসতে পারে। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন ওপেনার অ্যারন ফ্রিঞ্চ। আর স্পিনার অ্যাস্টন অ্যাগারের জায়গায় নেওয়া হতে পারে পেসার কাটলার নেইলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন