কঠিন সিদ্ধান্ত নিতে পারেন সাঁতারু মাহফুজা শিলা
সাম্প্রতিক সময়ে সুইমিংয়ের আন্তর্জাতিক প্রায় সব টুর্নামেন্টেই অনুপস্থিত সাফ গেমসে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা শিলা। যেতে পারছেন না থাইল্যান্ডের সাঁতার ক্যাম্পেও। সেজন্য ফেডারেশনের উদাসীনতাকেই দায়ী করেছেন তিনি। ক্ষোভ, আক্ষেপ আর সেইসঙ্গে হতাশা। সবমিলিয়ে ভবিষ্যত সিদ্ধান্তটাও তাই কঠিন হতে পারে জানিয়েছেন এ সাতারু।
তবে ‘ট্যালেন্ট হান্টে’ নতুন সাঁতারুদের স্বাগত জানিয়েছেন মাহফুজা শিলা।
দুই স্বর্ণপদক নিয়ে ছবি’র বছরও গড়ায় নি। এরইমধ্যে সেই মাহেন্দ্রক্ষণগুলো স্মৃতি হয়ে গেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাঁতারু মাহফুজা শিলার কাছে।
২০০০ সালে শুরু, ২০০২ সালে যশোর সুইমিং ক্লাবের হয়ে বাংলাদেশ গেমসে অংশ নেয়া, এরপর বিকেএসপি আর সুইমিংয়ে নামার বছর তিনেকের মধ্যে পেশাদার সাঁতারু। ২০১০ এ মাইক্রো পয়েন্টের ব্যবধানে স্বর্ণপদক জেতা হয়নি দেশের সিনিয়র সাঁতারু মাহফুজা শিলার।
এতোদিনে একাধিক জাতীয় রেকর্ড গড়েছেন। সবশেষ অর্জন ফেব্রুয়ারিতে এসএ গেমসে বাংলাদেশের হয়ে কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম নারী হিসেবে ৫০ ও ১০০ মিটারে রেকর্ডসহ জোড়া স্বর্ণ জিতে নেন শিলা। এরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ, রিও অলিম্পিকে নেই শিলা। বঞ্চিত ফেডারেশনের নজর থেকে।
৬ ডিসেম্বর কানাডায় শুরু হচ্ছে ছ’দিনব্যাপী ‘ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশীপ’। বাংলাদেশ থেকে মাহফিজুর রহমান সাগর এবং জুয়েল আহমেদ জুনিয়রের সঙ্গে সেখানে খেলতে যাচ্ছেন শিলা। তবে হাইপারফরম্যান্স কোন কোচিং ছাড়াই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন