কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
৮ম জাতীয় বেতনস্কেলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন নির্ধারণ করাসহ ৫দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল বাসার, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক গাজীউল হক চৌধুরী, আবুল কাশেম, সহ সভাপতি জুলফিকার আলী প্রমুখ।
এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল বাসার বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকগণের মর্যাদা ও উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসময় তিনি সরকারের কাছে ৫দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। ৫দফা দাবির মধ্যে প্রাথমিক শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হল:
২) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।
৩) সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি প্রদান করা।
৪) জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত স্বতন্ত্র বেতনস্কেল প্রদান করা।
৫) শিক্ষকদের ঘোষিত বেতন প্রদানের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন