কড়া নিরাপত্তায় শাহরুখের ‘মন্নত’

সামনে ‘ফ্যান’-এর মুক্তি হলেও আপাতত বলিউড বাদশাহ শাহরুখের বাড়ির সামনে কোনও ফ্যানের কিছু করে দেখানোর সুযোগ নেই। কেননা সে বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক পরত। অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের জেরে আরও বেশি পুলিশ মোতায়েন হলো মন্নত ও বাদশার নিরাপত্তার স্বার্থে।
৫০ তম জন্মদিনে দেশ জুড়ে ফ্যানরা যখন তার বার্থ ডে সেলিব্রেশনে মেতে ছিলেন, তখন তিনি মুখ খুলেছিলেন দেশজোড়া অসহিষ্ণুতা নিয়ে। বলেছিলেন, দেশ এখন অসহিষ্ণুতা চরমে। শিল্প যে কোনও জাত, ধর্মের বেড়াজালে আটকে থাকতে পারে না এবং তা যদি হয় তবে দেশ যে প্রতি পদক্ষেপে পিছিয়ে যাচ্ছে এ কথা দ্বর্থ্যহীন ভাষায় জানিয়েছিলেন বলি-বাদশা। আর তাতেই রাতারাতি আক্রমণের লক্ষ্য হয়ে ওঠেন তিনি।
সংঘ পরিবারের সাধ্বী প্রাচী তাকে ‘পাকিস্তানি এজেন্ট’ বলেই অভিহিত করেন। বিজেপির তরফ থেকেও ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেওয়া হয় তাকে। এহেন পরিস্থিতিতেই শাহরুখের ও তার পরিবারের নিরাপত্তার বজায় রাখতে আরও বেশি পুলিশ মোতয়েন করা হলো।
বহু ফ্যান প্রতিদিন মন্নতের সামনে ভিড় জমান। সাধারণত ৫০ জন পুলিশকর্মী নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। এই পরিস্থিতিতে আরও ৬ জনকে সেইদলে মোতায়েন করা হয়েছে। ২০১০ সালে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়ার কথা বলে শিবসেনার বিরাগভাজন হয়েছিলেন শাহরুখ। তখন থেকেই তার বাড়িতে সরকারি তরফে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
এবার অবশ্য শিবসেনা তাকে কোনও হুমকি দেয়নি, বরং ধর্মের কারণে শাহরুখকে কোনও প্রতিরোধের মুখে পড়তে হবে না বলেই জানিয়েছে তারা। তা সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আগে ভাগেই বাড়ানো হলো নিরাপত্তার বেষ্টনী।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন