কণ্ঠশিল্পি রুবেলের সঙ্গে অভিনয় করছেন নায়িকা ববি

চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে পরিচিত হলেও তিনি বর্তমানে অনুদানের ছবিতে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ছবিতে ববি গায়ক এসডি রুবেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন স্বপন চৌধুরী। গতকাল থেকে গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে ছবির শুটিং শুরু হয়েছে।
এ বিষয়ে নায়িকা ববি বলেন, ‘আমার ভালো লাগছে এমন একটি ছবির সঙ্গে যুক্ত হয়ে। কারণ আমি এতদিন একেবারেই বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছি। এই প্রথমবারের মতো আমি অনুদানের ছবিতে কাজ করছি। গতকাল থেকে আমরা গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে শুটিং শুরু করেছি। সপ্তাহ খানেক টানা শুটিং করব। গাজীপুরে আজ কাজ শেষ। আগামীকাল থেকে উত্তরায় শুটিং করব।’
নিজের চরিত্র নিয়ে ববি বলেন, ‘এখানে আমি সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। পেশায় সাংবাদিক চরিত্রে অভিনয় করছি। এমনিতে আমি সাধারণ মানুষ, যে কারণে সাধারণ চরিত্রে অভিনয় করতে ভালো লাগছে। আর নায়িকা হিসেবে অনেক সাংবাদিকের সঙ্গে আমার ভালো সম্পর্ক। কাজ করে মজা পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর আগে আমি যত ছবিতে অভিনয় করেছি, সেখানে আমি নায়িকা চরিত্র নিয়ে কাজ করেছি। এখানে নিজেকে একটি চরিত্রের বেশি কিছু মনে হচ্ছে।’
গায়ক রুবেলের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ববি বলেন, ‘রুবেল ভাই তো এর আগেও একটি ছবিতে অভিনয় করেছেন। তখন ওনার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনুর ম্যাডাম। যে কারণে অভিনয়ের পূর্ব-অভিজ্ঞতা ওনার আছে। আমরা দুদিন শুটিং করেছি একসঙ্গে, কখনো মনে হয়নি তিনি নায়ক নন, গায়ক।’
ববি আরো বলেন, ‘আমি শুটিংয়ের ফাঁকে এখানকার বৃদ্ধদের সঙ্গে আড্ডা দিয়েছি। মনটা খারাপ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে যাঁরা থাকেন, তাঁদের অধিকাংশের ছেলেমেয়েরাই প্রতিষ্ঠিত। নিজের একটু বাড়তি সুখের জন্য বাবা-মাকে রেখে গেছেন এই বৃদ্ধাশ্রমে। আমি মনে করি, এই ছবির মাধ্যমে একটি পরিবারও যদি তার মা-বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে নিজের কাছে রাখে, তাহলেই আমার অভিনয় জীবন সার্থক হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন