কথাবার্তায় খুব সাবধান শাহরুখ!
প্রথম দিকে যেমন সবাই মুখ খুলেছেন, তেমনি এখন সবাই চুপচাপ। প্রসঙ্গ তো বুঝতেই পারছেন, ‘অসহিষ্ণুতা’! গেল বছর এ বিষয় নিয়ে কথা বলে বলিউডের বাঘা তারকারা রীতিমতো রোষের মুখে পড়েছেন। শাহরুখ খানের সে কথা ভালোই মনে আছে, সান্তাবান্তার খবরে তেমনটাই জানা গেল! এখন এ বিষয়ে কোনো আলাপের মধ্যেই যাচ্ছেন না তিনি।
গত শুক্রবার নয়ডায় একটি প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। উৎসুক মিডিয়াকর্মীরা আবারো তাঁর কাছ থেকে শুনতে চান এ প্রসঙ্গে। তবে জালে মোটেও আটকাননি শাহরুখ, একেবারে ‘নো কমেন্ট’ বলে দিয়েছেন উল্লিখিত প্রসঙ্গে।
শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনমূলক একটি থিম পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার জন্য হাজির হয়েছিলেন কিং খান। সেখানে তাঁকে হঠাৎ করেই জিজ্ঞেস করা হয়, ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে তাঁর সাম্প্রতিক মনোভাব কী রকম? এর উত্তরে শাহরুখ সোজাসাপ্টা জানান, এখানে তিনি এবং সবাই এসেছেন শিশুদের জন্য—অন্য কোনো কারণে নয়। কাজেই এখানকার সঙ্গে সম্পৃক্ত নয়, এমন কোনো কথা এখানে বলার কোনো মানেও নেই।
তবে পুরো প্রসঙ্গ হুড়মুড়িয়ে পাশ কাটাননি শাহরুখ, ‘ওই বিষয়টা নিয়ে এমন কোনো প্ল্যাটফর্মেই তো কথা বলা উচিত, যেটা মানানসই হবে!’
গত বছরে অসহিষ্ণুতার বিষয়ে শাহরুখ স্পষ্টভাবেই বলেছিলেন, দেশে এর মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তিনি এ কথা বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ধর্মীয় অসহিষ্ণুতা সবাইকে অন্ধকার যুগে নিয়ে যাবে।
শাহরুখের এই মন্তব্যে বহু রাজনীতিবিদ এবং ধর্মীয় কট্টরপন্থী দল তীব্রভাবে বিরোধিতা করে। অসহিষ্ণুতার বিষয়ে মতামত প্রকাশ করে শাহরুখের চেয়ে আরো বেশি ঝামেলায় পড়েছিলেন আমির খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন