কথা দিয়েছিলেন, কথা রাখলেন পাঠান। কী কথা দিয়েছিলেন তিনি–
কথা দিয়েছিলেন। কথা রাখলেন ইউসুফ পাঠান। কী কথা দিয়েছিলেন পাঠান?
ঘরের মাঠে জিতলেন গৌতম গম্ভীর। বলা ভাল, গম্ভীরকে জেতালেন তাঁর দলের ‘নাইট’ ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান হলেন পড়শির ঈর্ষা, গৃহস্থের গর্ব। যেদিন তিনি চলতে শুরু করেন, সেদিন তাঁকে থামায় কার সাধ্যি! সোমবার সেই দিন, যেদিন তিনি মিডাস রাজা। যা ধরেছেন, তাতেই সোনা ফলিয়েছেন। একার হাতে ধ্বংস করেছেন দিল্লিকে। সোমবার ম্যাচের বল গড়ানোর আগেই সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান বলেছেন, ‘আজ আমার ছেলে আয়ানের জন্মদিন।’ ছেলের জন্মদিনে মাঠে নেমেছেন বাবা। আগেই ঠিক করে রেখেছিলেন ছেলেকে কিছু একটা উপহার দেবেন। ৫৯ রান করে তিনি যখন ডাগ আউটে ফিরলেন, ততক্ষণে বিপদ সামলে ফেলেছে কলকাতা নাইটরাইডার্স। দিল্লির তোলা ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময়ে দ্রুত উইকেট চলে যাওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছিল কেকেআর শিবির। নাইটরা ধুঁকছিল। সেই অবস্থা থেকে পাঠান কেকেআর-কে টেনে নিয়ে গেলেন। বাকি কাজটা সারলেন মনীশ পাণ্ডে। ফিরোজ শাহ কোটলায় বল গড়ানোর আগেই ফেসবুকে পাঠান লিখেছেন, ‘এই উপহার দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। হ্যাপি বার্থডে মাই সন আয়ান।’
সম্প্রচারকারী চ্যানেল-এর তরফে বলা হয়েছিল, ‘তুমি আজ দ্রুত অর্ধশতরান করে তা উৎসর্গ করো ছেলেকে।’ কথা রেখেছেন পাঠান। তিনি আরও বলেন, ‘ছেলে হওয়ার পরে আমার জীবন অন্য দিকে মোড় নিতে শুরু করে। এখন মনে হচ্ছে, বছর দুয়েক আগে বিয়ে করলে ভাল হতো।’ ছেলের জন্মদিনকে রাঙিয়ে দিতে সংহার মূর্তি ধারণ করেন পাঠান। পালটা আক্রমণের রাস্তা নেন তিনি। ফিরোজ শাহ কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। সঞ্জু স্যামসন (৩৯), স্যাম বিলিংস (২১), করুণ নায়ার (২১) ও ঋষভ পন্থের (৩৮) সৌজন্যে দিল্লি করে সাত উইকেটে ১৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময়ে দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কলকাতা। গৌতম গম্ভীর (১৪), কলিন গ্র্যান্ডহোম (১), রবিন উত্থাপ্পা (৪) ফিরে যাওয়ায় ২.৫ ওভারে ২১ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো বিপদে পড়ে যায় কলকাতা। সেখান থেকে বিস্ফোরণ ঘটান পাঠান। যোগ্য সহায়তা করেন মনীশ পাণ্ডে (৬৯)। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কেকেআর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন