কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার
যুক্তরাজ্যে এতিহাসিক পরাজয় বরণ করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির কেয়ারি স্টারমার।
ভোটগ্রহণ শেষে শুক্রবার ফল ঘোষণা চলছে। বিরোধী লেবার পার্টি ইতোমধ্যেই নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে। ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টির প্রার্থীরা ৪০০টিরও বেশি জিতেছে। আর কনজারভেটিভরা জিতেছেন ১০টিরও বেশি আসনে। লিবারেল ডেমোক্রেট পার্টি বড় জয় পেয়েছে। আর স্কটিশ ন্যাশনাল পার্টি তাদের বেশিরভাগ আসন হারিয়েছে।
এখন পর্যন্ত লেবার পার্টি ৪১০টি, কনজারভেটিভ ১১৯, লিবারেল ডেমোক্রেট ৭০, স্কটিশ ন্যাশনাল পার্টি ৮, এসএফ ৭ এবং অন্যান্য দল ২৬ আসন পেয়েছে।
নির্বাচনে রেকর্ডসংখ্যক সিনিয়র কনজারভেটিভ মন্ত্রী তাদের আসন হারিয়েছেন। ঋষি সুনাকের সরকারের ১০ জনের মতো মন্ত্রী তাদের আসনে পরাজিত হয়েছেন।
তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস, হাউস লিডার পেনি মর্ডান্ট, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলানবিচারমন্ত্রী অ্যালেক্স চাক, পিটার বটমলি, যিনি পার্লামেন্টে সবচেয়ে বেশি সময় ধরে থাকা আইনপ্রণেতা ছিলেন, সাবেক মন্ত্রী জ্যাকব রিস-মগ।
লেবার পার্টির ভূমিধস জয়ের মধ্য দিয়ে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, “পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই.. এখন আমাদের জন্য দেওয়ার সময়।”
এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। তবে জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ প্রথম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনের মধ্যদিয়ে ২০১০ সালের পর ডাউনিং স্ট্রিটে আবারও একজন লেবার প্রধানমন্ত্রী আসতে চলেছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে। কারণ ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে।
কনজারভেটিভ অর্থাৎ টোরিরা লিবারেল ডেমোক্র্যাট ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে আছে। কারণ এই দল দুটি আগের চেয়ে বেশি আসন পাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন