কনডমের বিজ্ঞাপন বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সানি লিওন

সানি লিওন কনডমের বিজ্ঞাপন কেন করলেন, সে বিষয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে বহুদিন ধরেই। সম্প্রতি সে সমালোচনার জবাব দেন এ তারকা।
কিছুদিন আগেই ভারতের রিপাবলিকান পার্টির নারী উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডাল্ট তারকা সানি লিওনের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা উচিত। এটি খুবই কুৎসিত বলেও জানানো হয়।
এর আগে সিপিআই নেতা অতুল কুমার অঞ্জনের বক্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়। অতুল বলেন, ‘সানির কনডমের বিজ্ঞাপন দেখে পুরুষরা ধর্ষণে উজ্জীবিত হয়। তাই এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত। ‘
সানি লিওন এসব সমালোচনার পরেও অবশ্য খুব কমই মন্তব্য করেন। তবে নীরবতা ভেঙে সম্প্রতি তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে যে যা বলতে চায় তাকে তা বলতে দেওয়া উচিত।
তবে সম্প্রতি নতুন সমালোচনার জবাবে তিনি মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় এ দেশের সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন বিষয়টি নাগরিকদের জন্য ভালো। আমি গণতান্ত্রিক দেশে এমন কোনো মানুষ নই যে, কাউকে বলতে যাব কী করা উচিত এবং কী উচিত নয়। ’
তিনি আরও বলেন, ‘ভারত হলো একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় একটি বিষয় হলো মতপ্রকাশের স্বাধীনতা। কেউ যদি কোনো বিষয় বলতে চায় তাহলে তাকে তা বলতে দেওয়া উচিত। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন