‘কপালে বেশির ভাগ সময় জুটত ফেরদৌস’
পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশেও তাঁর পরিচিতি কম নয়। এত ব্যস্ত কাজ নিয়ে যে তাঁর সাক্ষাৎ পাওয়াই দুষ্কর! অভিনয়ই যার সাধনা। মাঝে বেশ কিছুটা সময় তিনি নিজের সঙ্গে যুদ্ধ করেছেন। সে যুদ্ধ শুধু অন্তরালের গল্প নয়। এক সময় যে অঙ্গনে তিনি ছিলেন রাণী, সেই টলিউড তার পাশে না থাকলেও থেমে গিয়েও হার মেনে নেননি ঋতুপর্ণা সেনগুপ্ত।
সম্প্রতি ঋতুপর্ণা মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমি সব সময় সবাইকে নিয়ে চলতে চাই। আমি কিন্তু সবচেয়ে বেশি নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছি। কোথাও নিজের অভিনয়ের একটা ঘরানা তৈরি করতে পেরেছি। ইন্ডাস্ট্রিও আমাকে যেমন চ্যালেঞ্জ করেছে, আমিও ইন্ডাস্ট্রির ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করেছি।
তিনি আরো বলেন, গত ১২ বছর তার সঙ্গে ছিলেন না প্রসেনজিৎ। হিরো হতে এতটুকু আগ্রহ দেখাননি দেব বা জিতের কেউ। কপালে বেশির ভাগ সময় জুটত ঢাকার ফেরদৌস। বড়জোর কখনো যিশু। পাশে ছিল না সবচেয়ে বড় প্রোডাকশন হাউজও। ‘আমি জানতাম, যুদ্ধটা একা লড়তে হবে। এটা আমার জীবনের দীর্ঘ আর কঠিনতম লড়াই। চারিদিকে তখন শুধুই প্রবঞ্চনা আর হেরে যাওয়া। কখনো কখনো ভাবতাম এই হিরোলেস ফেজটা কাটাব কেমন করে? তারপর নিজের ছবিতে নিজেই হিরো হয়ে উঠলাম।’ বেশ মজা করেই উত্তর দেন নায়িকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন