কবরস্থান নিয়ে সংঘর্ষে যুবক নিহত
কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাসেল(২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭ টায় বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল বারপাড়া এলাকার মৃত সাদেক মিয়া সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বারপাড়ার কবরস্থানটি সংস্কারের জন্য দাবি জানালে বাদ সাধে স্থানীয় এক ব্যক্তি। এনিয়ে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। এঘটনায় স্থানীয় সাজু মেম্বারের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক প্রতিপক্ষের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বুকে গুলিবিদ্ধ হন রাসেল হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন