কমিকস-সিনেমায় নয়, হাল্ক আছেন বাস্তবেও
হলিউডি সিনেমায় হাল্ককে অনেকেই দেখেছেন। সিনেমায় রূপ নেওয়ার আগে মারভেলের বিখ্যাত কমিকসে তাঁকে ফিল করেছেন অনেকেই৷ এমনিতে গড়পড়তা আমআদমি, কিন্তু বিপর্যয় দেখা দেওয়ামাত্র অমনি মুহূর্তের মধ্যে যেমন বিরাট চেহারা, তেমনই উগ্রচণ্ড মেজাজ৷ মুখের গড়নও বদলে যায় আপনা-আপনি৷ সকলেই থরহরিকম্প৷
ঠিক যেন ডাক্তার জেকিল হয়ে যান মিস্টার হাইড৷ যদিও গল্পের হাল্ক আদতে পরিত্রাতা, মিস্টার হাইডের মতো সাইকোপ্যাথ নন৷ বাস্তবেও নাকি এমন হাল্কের দেখা মিলেছে৷ তবে আমেরিকায় নয়, এই মুহূর্তে যারা আমেরিকার দুশমন, সেই ইরানের মাটিতে৷ নাম সাজাদ ঘারিবি, বয়স ২৪৷
খুব বেশি কিছু সাজাদ ঘারিবির সম্পর্কে জানা যায়নি৷ তবে এটুকু জানা গিয়েছে যে, তিনি একজন পাওয়ার লিফটার৷ ওজন ১৭৫ কেজি৷ যাঁরা হাল্কের কাহিনি কিংবা সিনেমা দেখেননি, তাঁদের দৃষ্টিতে কিংবা তাঁদের দাবিমতো সাজাদ ঘারিবি নাকি হাল্ক নন৷ তিনি একেবারেই নরম গোছের মানুষ৷ মন খুব ভালো৷ যদিও এ সব তথ্যই পারস্য মতে৷ ছবি দেখে কেউ কেউ হয়তো এই সাজাদ ঘারিবির সঙ্গে আইএসের ‘জল্লাদ’কে গুলিয়ে ফেলবেন৷ কিন্তু না৷ সাজাদ ঘারিবি জল্লাদ নন, নিতান্তই একজন পাওয়ার লিফটার৷ আর সবাই জানে, পাওয়ার লিফটার, ওয়েট লিফটাররা পারতপক্ষে কোনও ঝুটঝামেলায় জড়াতে চান না৷ জঙ্গি কার্যকলাপে তো কদাচও নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন