কমেছে সড়ক দুর্ঘটনা : ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় বিগত বছরের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘২০১৬ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইলিয়াস কাঞ্চন।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ৩১৬টি, যা গত বছরের তুলনায় ১০টি কম। সড়ক দুর্ঘটনার ফলে নিহত হয়েছে চার হাজার ১৪৪ জন, যা গত বছরের চেয়ে ৮৫৮ জন কম। এ ছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার ২২৫ জন। আহতের সংখ্যা গত বছরের চেয়ে ৯৭২ জন কম।
চিত্রনায়ক জানান, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশে কমিয়ে আনতে হলে গণমাধ্যমে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রচার বাড়াতে হবে। এ ছাড়া আইনের কঠোর প্রয়োগ এবং সড়ক দুর্ঘটনাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক এজেন্ডা তৈরি করতে হবে।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘নিরাপদ সড়ক চাই দেশব্যাপী গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধিমূলক ও জনসচেতনতামূলক যে কার্যক্রম করেছে, তা দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে প্রচার করার কারণে এ বছর সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কিছুটা কম হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন