কমে গেলো চলচ্চিত্র তারকাদের আয়
ধ্বংসপ্রায় চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা নানা উদ্যোগ নিয়ে আসছিলেন। সিনেমা ব্যবসার এই মন্দা সময়ে প্রযোজকরা বাড়তি ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে শিল্পীদের চা সিগারেট, যাতায়াত ভাড়াসহ নানা খাতে আর কোনো বাড়তি অর্থ ব্যয় করবে না প্রযোজকরা এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিঙে। যদিও চলচ্চিত্রের স্বার্থে শিল্পীরাও মেনে নিয়েছেন এই প্রস্তাব।
চলচ্চিত্র তারকাদেরকে বাড়তি ভাতা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালক ও প্রযোজক সমিতি। এই সিদ্ধান্তে একমত পোষণ করেছে শিল্পী সমিতিও। আজ বিএফডিসিতে পরিচালক-প্রযোজক ও শিল্পী সমিতির সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোনা যাচ্ছে একই সঙ্গে শিল্পীদের পারিশ্রমিকও কমানো হবে।
উক্ত বৈঠকে সহকারি পরিচালক ও প্রোডাকশন বয়দেরও পারিশ্রমিক ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও নির্ধারণ করা হয়। সেই সঙ্গে নির্ধারণ করা হয় শিল্পীদের শ্রমঘন্টাও।
নায়ক-নায়িকা থেকে সাধারণ শিল্পীরা ৮ ঘন্টার বেশি কাজ করবেন না। এমনকি যথাসময়ে শুটিং স্পটে হাজির হতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বিধান থাকছে নতুন নীতিমালায়। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গৃহীত নীতিমালায় স্বাক্ষর করবেন চলচ্চিত্র তারকা, সাধারণ শিল্পীসহ প্রযোজক-পরিচালকরা।
শিল্পী সমিতির সভাপতি এবং বাংলা চলচ্চিত্রের কিং শাকিব খান বলেন, কলটাইম ও কনভেন্স কমানোর ক্ষেত্রে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটার কোনোকিছুই এখনো চূড়ান্ত হয় নি।
একই প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, চলচ্চিত্রের বাজেট কমানোর লক্ষ্যে আমরা চুক্তিভিত্তিক শিল্পীদের কনভেন্স বিল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
চিত্রনায়ক নিরব বলেন, মিটিংএ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের ভালোর জন্যই নিয়েছে। এখন থেকে আর কনভেন্স বিল বলে কিছু থাকবে না। শিল্পীদের পারিশ্রমিক কমানোর ব্যাপারে কোনো কথা হয় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন