করন জোহরের সঙ্গে কাজলের সম্পর্ক আগের মত নেই : অজয়

এক সময় করন জোহরের ফিল্ম মানেই অভিনেত্রী হিসেবে বাধা ধরা ছিল কাজলের নাম। কিন্তু সম্প্রতি করন জোহরের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না তাকে। তাহলে কি বলিউডের এই বিখ্যাত পরিচালকের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কাজলের!
এবার অবশ্য বিষয়টা নিয়ে বেশ খোলাসা ভাবেই বললে কাজলের স্বামী আরেক বলিউড তারকা অজয় দেবগান। তিনি জানান, কাজলের সঙ্গে করনের সম্পর্কটা আগের মত নেই।
হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে অজয় বলেন, এক সময় করনের খুব কাছের বন্ধু ছিল কাজল। কিন্তু ব্যক্তিগত কিছু কারণেই এখন তাদের সম্পর্কটা আগের মত নেই।
কিন্তু কি সেই ব্যক্তিগত কারণ? এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি অজয়। তিনি সাক্ষাৎকারটিতে বলেন, আমি তার (করনের) বন্ধু নই। এখন কাজলের সঙ্গে তার আগের মত উষ্ণ সম্পর্ক নেই। এটি ব্যক্তিগত বিষয় … এর সঙ্গে আমাদের কাজের কোন সম্পর্ক নেই। এটি ব্যক্তিগত মন কষ্টের কারণেই হয়েছে। এর সঙ্গে আমাদের ঝগড়ার কোন সম্পর্ক নেই।
এ বছর দিওয়ালির সময় অজয় দেবগান ও করন জোহরের মধ্যে ঝগড়া হয়। এ সময় অজয় তার পরিচালিত ‘শিবায়ে’ নিয়ে আসছে। অন্যদিকে ‘অ্যায় দিল হ্যা মুশকিল’ ছবিতে কাজলের থাকার কথা শোনা গেলেও চলচ্চিত্রটিতে অভিনয় করছে ঐশ্বরিয়া রায় বাচ্চান, আনুশকা শর্মা ও রনবীর কাপুর। মাশালা ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন