পাকিস্তানের রাজধানীতে ওয়াসিম আকরামের গাড়িতে গুলি!
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির ব্যস্ত সড়কে ওয়াসিম আকরামের গাড়িতে গুলি করা হয়েছে। তবে দেশটির সাবেক এই ফাস্ট বোলার অক্ষত আছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক গুলিবর্ষণকারীকে চিনতে না পারলেও তিনি একজন কর্মকর্তা বলে তার মনে হয়েছে।
পাকিস্তানের দৈনিক ডনের অনলাইন সংস্করণে বলা হয়েছে, বুধবার বিকালে করাচি জাতীয় স্টেডিয়ামের কাছে একটি সড়কে আকরামের গাড়িকে ধাক্কা দেয়।
পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করা আকরাম দাবি করেন, গাড়িটি তার গাড়িকে ধাক্কা দেওয়ার পর তিনি থামতে বললে ওই ব্যক্তি বেরিয়ে এসে গুলি চালায়।
বর্তমানে আকরাম পাকিস্তানের উঠতি ফাস্ট বোলারদের তদারকি করার দায়িত্ব পালন করছেন। তিনি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, সড়কে দুটি গাড়ির সংঘর্ষের পর তর্কাতর্কির এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার একটি গুলি আকরামের গাড়ির চাকায় বিঁধে।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা দাবি করেন, এই গুলির লক্ষ্য কোনোভাবেই ৩৫৬ ওয়ানডে খেলে ৫০২ উইকেট পাওয়া সাবেক বাঁহাতি ফাস্ট বোলার আকরাম ছিলেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন